গোপালগঞ্জের মাটিতে হাজার হাজার ফুল ফুটে আছে : প্রধানমন্ত্রী

ক্রাইমবার্তা রিপোট: গোপালগঞ্জে দুই দিনের সফরে যোগ দিয়ে রোভার স্কাউট দলের কিশোর-কিশোরীদের দেখে স্বত:স্ফূর্ত অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এখানে এসে স্কাউটের অসংখ্য সদস্যদের দেখে মনে হচ্ছে গোপালগঞ্জের মাটিতে হাজার হাজার ফুল ফুটে আছে।
6
বৃহস্পতিবার রোভার স্কাউটদের সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

স্কাউটিংয়ে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, আমি স্কাউটের নেতৃত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেই চাই। নতুন নেতৃত্ব তৈরি করুন। তার পাশাপাশি স্কাউটে নারীর অংশগ্রহণের পরিমাণ বাড়ান।

এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর সাহায্য নিয়ে দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত স্কাউটিং ছড়িয়ে দিতে কাজ করছে। বর্তমানে ১১ হাজারের বেশি কাব দল রয়েছে।

স্কাউটের কিশোর-কিশোরীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী বলেন, তোমরা ফুলের মতো সুশোভিত করে এই দেশকে এগিয়ে নিয়ে যাও। সুন্দরভাবে তোমাদের জীবন গড়ে উঠুক, তোমদের ভবিষ্যত সুন্দর হোক। তোমাদের জন্য আমার এই প্রত্যাশা ও শুভ কামনা রইলো।

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।