ওয়ানডে র‌্যাঙ্কিং : শীর্ষে ওয়ার্নার, উত্থান বাবরের

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে গেছেন অস্ট্রেলিয় ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। অসি এই ওপেনারের সংগ্রহ ৮৮০ রেটিং। তিনি পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে। তার র‌্যাটিং ৮৬১। তৃতীয় স্থানে থাকা বিরাট কোহলির সঞ্চয় ৮৫২।

সম্প্রতি ওয়ানডেতে ওয়ার্নার দূরন্ত ফর্মে রয়েছেন। এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান গত এক বছরে ৮ সেঞ্চুরি করেছেন। গেল ১১ ম্যাচে ৬ সেঞ্চুরি তকরেছেন তিনি। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে পঞ্চম ওয়ানডে ম্যাচে ১৭৯ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচে টানা সেঞ্চুরি। আর এই ধারাবাহিকতায় প্রথমবারের মতো আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শিখরে উঠে গেছেন তিনি। এখন বিশ্বের ১ নম্বর ব্যাটসম্যান তিনি।

অপরদিকে পাকিস্তানের নির্ভরযোগ্য ব্যাটসম্যান বাবার আজম ৫ পয়েন্ট এগিয়ে প্রথমবারের মতো ঢুকে পড়েছেন সেরা ১০-এ।

ওয়ানডের সেরা দশ ব্যাটসম্যান:
১। ডেভিড ওর্য়ানার (+২) ৮৮০ রেটিং পয়েন্ট
২। এবি ডি ভিলিয়ার্স (-১) ৮৬১
৩। বিরাট কোহলি (-১) ৮৫২
৪। কুইন্টন ডি কক (-) ৭৭৯
৫। কেন উইলিয়ামসন (-) ৭৭০
৬। জো রুট (+১) ৭৫৩
৭। হাশিম আমলা (-১) ৭৪৮
৮। স্টিভেন স্মিথ (+২) ৭৪০
৯। মার্টিন গাপটিল (-১) ৭৩৫
১০। বাবর আজম (+৫) ৭৩৩

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।