ক্রাইমবার্তা রিপোট:কালিহাতী প্রতিনিধি : আসন্ন ৩১ জানুয়ারী টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে উপনির্বাচনকে ঘিরে গতকাল শুক্রবার সকাল ১১টায় কালিহাতী উপজেলা সদরে আসলাম সিদ্দিকী ভুট্টোর উদ্দ্যোগে তার নিজ বাড়িতে পৌর আওয়ামীলীগের সভাপতি মালেক তালুকদারের সভাপতিত্বে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মহিলা সমাবেশে বক্তব্য রাখেন,টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী,টাঙ্গাইল জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ারুল হক বাবুল,কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আবুল হোসেন কুলি, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। সোহেল হাজারী বক্তব্যে বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে কালিহাতী বাসীর কাছে তার সালাম পৌছে দিয়ে মা,বোনদের কাছে ৩১ জানুয়ারি মঙ্গলবার ভোট কেন্দ্রে গিয়ে একটি ঘন্টা ব্যয় করে নৌকা প্রতীকে ভোট দেওয়ার কথা বলেন। তিনি আরও বলেন কালিহাতী স্কুল,কলেজ পড়–য়া ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য যা যা করণীয় আমি তাই করব এবং সন্ত্রাস ও মাদক মুক্ত কালিহাতী গড়ার প্রতিশ্র“তি দেন।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …