ক্রাইমবার্তা রিপোট:বোনকে প্রায়শই উত্ত্যক্ত করত বখাটেরা। প্রতিবাদ করেছিলেন তার ২২ বছর বয়সী ভাই। বলেছিলেন বোনের থেকে দূরে থাকতে। কিন্তু সেই বখাটেও ছেড়ে দেওয়ার পাত্র নয়। পাল্টা হুমকি দিয়ে সে বলেছিল এর পরিণতি ভাল হবে না। এরপর সন্ধ্যাবেলায় রাস্তা ভর্তি লোকের সামনে বঁটি দিয়ে ওই যুবকের হাত কেটে নিল বখাটে! ভয়ানক এই ঘটনা ঘটেছে ভারতের মুর্শিদাবাদের খড়গ্রাম থানার ধামালিপাড়া অঞ্চলে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, কান্দি থানার পার্বতীপুর এলাকার বাসিন্দা সপ্তম শ্রেণির এক ছাত্রীকে মাঝেমধ্যেই উত্ত্যক্ত করত ধামালিপাড়ার বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি মইনুদ্দিন শেখ। দিন চারেক আগে এর প্রতিবাদ করেছিলেন মেয়েটির মামাতো দাদা জাহাঙ্গীর শেখ। সেই সময় জাহাঙ্গীরকে পাল্টা হুমকি দিয়েছিল মইনুদ্দিন। এ দিন বিকেলে এক বন্ধুকে নিয়ে পুরন্দরপুর বাজারে যাচ্ছিলেন জাহাঙ্গীর। এ সময় ধামালিপাড়া এলাকায় জাহাঙ্গীরকে মোটরবাইক নিয়ে আসতে দেখে মইনুদ্দিন।
কাছেই মইনুদ্দিনের বাড়ি। রান্নাঘর থেকে বটি নিয়ে এসে সুযোগের অপেক্ষায় ওত পেতে থাকে সে। জাহাঙ্গীর কাছাকাছি আসতেই সে ধাঁরালো বটি দিয়ে সোজা কোপ দেয় জাহাঙ্গীরের ডান হাতে। সঙ্গে সঙ্গেই জাহাঙ্গীরের ডান হাত কব্জি থেকে খসে পড়ে যায় মাটিতে। জখম ওই যুবককে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
জাহাঙ্গীর পুলিশের কাছে জানিয়েছেন, “বোনকে উত্তক্ত্য করার প্রতিবাদ করাতেই আমার হাত কেটে নিয়েছে মইনুদ্দিন। তার বয়ানের ভিত্তিতে বছর চব্বিশের ছেলেটিকে গ্রেফতার করেছে পুলিশ। ”