র‌্যাবের তৎপরতায় ইরাকে মুক্তিপণের দাবীতে অপহৃত ৩ বাংলাদেশীর মুক্তি ॥ শ্রীপুরে নারীসহ দু’জন আটক ॥

ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতাঃ ইরাকে তিন বাংলাদেশীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে গাজীপুরে এক নারীসহ দু’জনকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। পরে র‌্যাবের তৎপরতায় শুক্রবার ওই প্রবাসীদের ছেড়ে দেয় অপহরণকারীরা। আটককৃতরা হলো-গাজীপুরের শ্রীপুর উপজেলার নারায়নপুর এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে মোঃ আবুল হোসেন (৫৫) ও একই এলাকার মৃত আনোয়ার হোসেনের স্ত্রী সানিয়া আক্তার (২৫)। 26

র‌্যাবের গাজীপুর পোড়াবাড়ি স্পেশালাইজড কোম্পানীর স্কট কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান  জানান, ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানার বড়াইল গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে আব্দুল্লাহ (৩২) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার নারায়নপুর এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে নাসির উদ্দিন ওরফে নাসিম ইরাকে চাকুরী করেন। ইরাকে অবস্থানরত আব্দুল্লাহ ও তার অপর দু’বন্ধুকে গত ২২ জানুয়ারি নাসিম ও সুজন তাদের লোকজন নিয়ে অপহরণ করে। পরে অপহৃতদের জিম্মি করে অপহরণকারীরা বাংলাদেশে অবস্থানরত তাদের স্বজনদের কাছে মুক্তিপণ দাবী করে। অপহরণকারী দলের সদস্য নাসিম আব্দুল্লাহর পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। মুক্তিপণের ওই ৬ লাখ টাকা শ্রীপুরের নারায়নপুর বাজারের জনৈক জাকির হোসেন এর দোকানে বিকাশ করে দেয়ার জন্য বলে। এ গোপন তথ্য পেয়ে র‌্যাবের গাজীপুর পোড়াবাড়ি স্পেশালাইজড কোম্পানীর স্কট কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে র‌্যাব-১ এর সদস্যরা বৃহষ্পতিবার রাতে ওই মোবাইল বিকাশের দোকানে অভিযান চালিয়ে জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করে। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সানিয়া আক্তার ও নাসিমের বাবা আব্দুল্লাহকে আটক করে। র‌্যাবের তৎপরতায় শুক্রবার অপহৃত ওই তিন প্রবাসীকে ছেড়ে দেয় অপহরণকারীরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো জানান, অপহৃত অপর দু’জনের কাছ থেকে আদায়কৃত মুক্তিপণের টাকার মধ্যে ২০ হাজার টাকা সানিয়ার কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

Check Also

সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত

মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।