ক্রাইমবার্তা রিপোট:মীর খায়রুল আলম, সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরায় ভারতীয় রুপিসহ এক বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। আটকৃত ব্যক্তি আনারুল সদর উপজেলার ভোমরা ইউনিয়নের মোহর আলীর পুত্র। তাকে ভোমরা বন্দর থেকে ৭০ হাজার ভারতীয় রুপিসহ আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বিজিবির ভোমরা বিওপি কমান্ডার হুমায়ুন কবীর জানান, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুরে ভোমরা বন্দর এলাকা থেকে ৭০ হাজার ভারতীয় রুপিসহ আনারুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
