স্কুলের সঙ্গে শত্রুতা! দুর্বৃত্তদের আগুনে অনিশ্চিত ৬শ’ শিক্ষার্থীর ভবিষ্যত

ক্রাইমবার্তা রিপোট: গাইবান্ধার সদর উপজেলার কামারজানি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের কুন্দেরপাড়ায় বৃহস্পতিবার গভীর রাতে গণউন্নয়ন একাডেমি হাইস্কুল নামে একটি বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে স্কুলের ৭টি ভবন, আসবাবপত্র, শিক্ষা 23উপকরণ, শিক্ষার্থীদের ১২ বছরের অন্তত ২০ হাজার স্কুল সার্টিফিকেট ও একটি এনজিও’র অফিস পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার মালামাল ও শিক্ষার্থীদের সাটিফিকেটসহ মূল্যবান কাগজ ভস্মিভূত হয়।
24
২০০৩ সালে স্থাপিত কুন্দারপাড়া গণউন্নয়ন একাডেমির পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন গণউন্নয়ন কেন্দ্রের  নির্বাহী প্রধান আব্দুস সালাম। শিক্ষার পাশাপাশি একাডেমি শিক্ষা প্রদান করায় বিদ্যালয়টি স্থানীয়দের কাছে জনপ্রিয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নেয়।

প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন,‘বিদ্যালয়ের সকল ধরনের কাগজপত্র, শিক্ষার্থীদের মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড, সনদপত্র, রেজিস্টার খাতা সব পুড়ে ছাই হয়েছে। কোন শিক্ষার্থীর কোন কাগজ ছিলো তা এখন কিভাবে দিবো। আমাদের সব পুড়ে ছাই হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে আসে। এমন ন্যাক্কারজনক ঘটনা আবারো ঘটলো গাইবান্ধা জেলায়।’

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের ১০গজের ভেতরে নেই কোন আবাসিক বাসস্থান,  বিদ্যুতের সংযোগ বা খুঁটি নেই। আগুন লাগার মতো কোন সূত্র নেই বলে জানান তারা। ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম বলেন, ‘এটা দুর্বৃত্তদের কাজ, এখানে পরিকল্পিতভাবে  লাগানো হয়েছে। সাধারণ আগুন লাগার কোন কারণ নেই। আর সাধারণ আগুনে একবারে সব পুড়ে যায় না। এখানে সব পুড়ে ছাই হয়ে গেছে।’ গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামছুল আজম ও সদর থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন

Check Also

সাতক্ষীরা রেঞ্জ থেকে দুবলার চরে গেলেন ৪০১জন পূণ্যার্থী

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে অনুমতি নিয়ে বঙ্গোপসাগরের দুবলার চরে রাস মেলায় গেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।