ক্রাইমবার্তা রিপোট:শ্যামনগর ব্যুরো :শ্যামনগর সদরে বাবলা তলার মোড়ে এম এম প্লাজার ৪র্থ তলায় গতকাল বিকাল ৪টায় আনুষ্ঠানিক ভাবে ম্যাংগ্রোভ প্যারাডাইস রেসিডেন্সিয়াল হোটেল উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতি ছিলেন, এম, এম প্লাজা ব্লিডিং মালিক হোটেল ব্যবস্থাপনা পরিচালক এম এম মুজিবুল হক। প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল সাতক্ষীরা, শ্যামনগর উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমিতির সভাপতি ও শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. এস, এম, জহুরুল হায়দার বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গাজী আনিসুজ্জামান আনিচ, সদর ইউনিয়ন আওয়ামীলীগ ও প্রেসক্লাব সভাপতি জি, এম, আকবর কবীর, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ, সাদেকুর রহমান, রমজাননগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক মোড়ল, সাবেক অধ্যক্ষ আবু সাঈদ, সমাজ সেবক হাবিবুর রহমান, সোলায়মান কবীর, আব্দুর রশিদ, মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি রফিকুল ইসলাম বাবলু, ইউপি সদস্য দেলওয়ারা বেগম, মাসুদুর রহমান, মলয় কুমার ঝন্টু প্রমুখ। কোরআন তেলওয়াত করেন মাওলানা রুহুল আমিন। দোয়া ও মোনাজাত করেন কোট মসজিদের ইমাম মুফতি মাওলানা আব্দুল খালেক।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …