ক্রাইমবার্তা রিপোট:ইবি সংবাদদাতাঃ- ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘এইচআইভি প্রতিরোধে ইসলামী জীবন ব্যবস্থার ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ধর্মতত্ত্ব অনুষদের সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় আল-হাদীস এ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমানের তত্ত্বাধানে গবেষক মোঃ আমিনুল ইসলাম ‘এইচআইভি প্রতিরোধে ইসলামী জীবন ব্যবস্থার ভূমিকা’ শিরোনামে ‘এইচআইভি প্রতিরোধে ধর্মীয় ভূমিকা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ গবেষনাটি উপস্থাপন করেন।
সেমিনারে প্রফেসর ড. অলিউল্লাহর সঞ্চালনায় সভাপতিত্ব করেন আল-হাদীস বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. জাকির হোসাইন। প্রধান আলোচক হিসেবে গবেষনাপত্রটি মূল্যায়ন করেন প্রফেসর ড. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘গবেষনাটি সম্পন্ন হলে একটি আন্তর্জাতিক মানের গবেষনা হিসেবে পরিচিতি পাবে।’
এসময় উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. এ বি এম ফারুক, প্রফেসর ড. আ খ ম ওয়ালীউল্লাহ, প্রফেসর ড.আফাজ উদ্দীন, প্রফেসর ড.রাশেদুজ্জামান, প্রফেসর ড. হেলাল উদ্দীন প্রফেসর ড.আ হ ম নুরুল ইসলাম, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে সহযোগী অধ্যাপক শেখ শাহিনুর রহমান প্রমুখ।