ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক: এবার বাপ্পীর বিপরীতে মারজান জেনিফা অ- অ অ+ পারসেপচুয়াল পিকচার্স প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে আসছে নতুন একটি ছবি। এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে বাপ্পী চৌধুরী ও ‘মুসাফির’ খ্যাত নায়িকা মারজান জেনিফাকে। জানা গেছে, ছবির নাম এখনও চূড়ান্ত করা হয়নি। পরিচালনা কে করবেন তাও ঠিক করা হয় নি। প্রাথমিকভাবে মারজান ও বাপ্পী পারসেপচুয়াল পিকচার্সের নতুন ছবিতে কাজ করছেন এটাই নিশ্চিত করেছেন অভিনেত্রী মারজান। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে ছবি সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে। পারসেপচুয়াল পিকচার্সের ব্যানারে নির্মিত প্রথম ছবি ‘মুসাফির’। ছবিটিতে আরিফিন শুভ’র বিপরীতে নায়িকা হিসেবে অভিষিক্ত হন মারজান জেনিফা। এটা জেনিফার দ্বিতীয় ছবি।
Check Also
‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …