ক্রাইমবার্তা রিপোট:আলমগীর হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষক মেহেদি হাসান আজাদের মৃত্যু হয়েছে। পৌর ৮ নং ওয়ার্ডের সমসেরাবাদ লামচরী গ্রামের মুরহুম নজিব উল্যা মাষ্টারের বড় পুত্র।তিনি আজিজিয়া মাদ্রাসার বাংলা শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। গতকাল শুক্রবার রাত ১১ টা নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ শনিবার বেলা ২ টায় আজিজিয়া মাদ্রাসা সামনে জানাজা অনুষ্টিত হয়।পরে তাকে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়। মরহুম মেহেদি হাসান তার নিজ বাড়িতে নির্মাণধীন বিল্ডিংয়ে পানি দেওয়ার জন্য মটর চালু করতে গেলে বিদ্যুৎতের তারের সাথে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এক পযার্য়ে বাড়ি পাহারাদার সাইফুল ইসলাম তাৎক্ষণিক দেখতে পেয়ে শোর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা দেয়।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিনি একজন সফল শিক্ষক ও রাজনৈতিকবিদ, সজ্জন মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাবাসি শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এলাবাসি।তিনি স্ত্রী, দুই সন্তান, সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …