ক্রাইমবার্তা রিপোট:জিয়ারুল ইসলামঃ- কুষ্টিয়ার মিরপুর উপজেলার পয়ারী গ্রামে প্রায় ১৫০ জনের পরিবারকে নতুন করে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করলেন মিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ছাতিয়ান ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান জসিম উদ্দিন বিশ্বাস।
শনিবার বিকেলে, পয়ারীতে স্থানীয় আওয়ামীলীগ নেতা ও সাবেক মেম্বার মিল্টন আলীর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন, জসিম উদ্দিন বিশ্বাস। প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের কাছে নির্বাচনী ইস্তেহারে বলেছিলেন, প্রতিটি ঘড়ে ঘড়ে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করবেন। ইতোমধ্যে দেশের অনেক গ্রামে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ হয়েছে। বাকীগুলো অতিদ্রুত সম্পূর্ণ হবে বলে আমরা আশাবাদী। এসময় পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তা হাফিজুল ইসলাম, লাইনম্যান জামাল আলী, ছাতিয়ান ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মুরাদুজ্জামান বিশ্বাস, জাহাঙ্গীর আলম বাঘ, যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিক(বক্কর)সহ স্থানীয় আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Check Also
সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …