ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : ৭টি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ঢোকার ট্রাম্পের নির্বাহী আদেশের প্রতিক্রিয়া এরইমধ্যে পড়তে শুরু করেছে। মিশরের এক বিমানবন্দর থেকে সাতজন ইরাক ও ইয়েমেন থেকে আসা লোককে বৈধ ভিসা থাকা সত্ত্বেও আমেরিকাগামী বিমানে উঠতে দেয়া হয়নি।
আতঙ্কের বিষয় এই যে, ট্রাম্পের আদেশের পর নিষিদ্ধ সাতটি দেশের নাগরিকরা যদি যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি বা ‘গ্রিন কার্ড’ধারীও হন তবুও তাদেরকে আর যুক্তরাষ্ট্রে ঢুকতে দেয়া হবে না।
এরইমধ্যে ইন্টারনেট প্রতিষ্ঠান গুগল তাদের ভ্রমণরত কিছু কর্মীকে অবিলম্বে যুক্তরাষ্ট্রে ফিরে আসতে বলেছে। গুগল বলছে, তাদের প্রায় শ’খানেক কর্মী এর শিকার হতে পারেন। আদেশটি কার্যকর হবার আগেই তাদেরকে আমেরিকায় ফিরে আসতে বার্তা পাঠানো হয়েছে।
‘উগ্র ইসলামী সন্ত্রাসীদের আমেরিকায় ঢোকা’ বন্ধ করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছেন তা বিশ্বজুড়ে ব্যাপকভাবে সামালোচনার শিকার। সূত্র: বিবিসি বাংলা