ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন :বিকশিত হও, সুন্দর হও নতুন, আলোয়, আলোকিত হও এই স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের নবাগত তৃতীয় এবং ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠান ও ২০১৭ সালের এস এসসি পরীক্ষার্থীদে বিদায় সংবর্ধনা প্রদান হয়েছে। রবিবার বেলা ১২ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস্ মনোয়ারা খাতুনের সভাপতিত্বে¡ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, মোঃ আব্দুর রাজ্জাক। এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সিরাজুল ইসলাম, ইয়াহিয়া ইকবাল, প্রভাষ চন্দ্র বিশ্বাস, শ্যামল কুমার দাশ, শেখ মুস্তাফিজুর রহমান, শারমিন সুলতানা, কানাই লাল মজুমদারসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাববৃন্দ। । উল্লেখ্য যে তৃতীয় ও ৬ষ্ঠ শ্রেনীর নবাগত শিক্ষার্থীদের নবীণ বরণ শেষে ২০১৭ সালের এস এসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধণা প্রদান শেষে বিদায় ছাত্রদের হাতে এ্যাডমিট এবং পরীক্ষা সামগ্রী প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়টি জেলার ভেতরে প্রথম স্থান হলে চলবেনা বাংলাদেশের মধ্যে এক নম্বর হতে হবে। নবীণরা বিদ্যালয়ের সুদক্ষ শিক্ষকদের আলোয় আলোকিত হয়ে পিতা মাতার গৌরব তথা দেশের মান বিশ্বের দরবারে তুরে ধরবে। এসময় তিনি আরও বলেন ভাল ছেলের সাতে মিশতে হবে যেন খারাপ লোকদের সাথে মিশে জীবনকে খারাপ পথে না যায় সেদিকে শিক্ষকসহ পিতামাতাকে সব সময় নজর রাখতে হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক গাজী মোমিন উদ্দীন ও আব্দুস ছবুর।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …