১৮তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন ফেদেরার!

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:১৮তম গ্র্যান্ড স্ল্যাম জিতে রেকর্ড গড়লেন রজার ফেদেরার। আজ রোববার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে তিনি পরাজিত করেছেন রাফায়েল নাদালকে। পুরুষদের টেনিসের ইতিহাসে এটাকে শ্রেষ্ঠতম গ্র্যান্ড স্ল্যাম হিসেবে অভিহিত করা হচ্ছে।

সুপার সানডেতে টেনিসের আকাশের দুই উজ্জ্বলতম নক্ষত্র নেমে এসেছিল মেলবোর্ন পার্কে৷ আর টক্করটা যখন সেয়ানে-সেয়ানে হয়, তখন উত্তেজনার পারদও থাকে তুঙ্গে৷ অন্যান্যবারের মতোই অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালও এক নজিরবিহীন ম্যাচের সাক্ষী থাকল৷ যেখানে জীবনের ১৮ তম মেজর খেতাব ঝুলিতে ভরে ইতিহাসে নাম লেখালেন ৩৫ বছর বয়সের এই সুইস তারকা৷
গত দু’বছরে একাধিক ব্যর্থতার পর ফ্রেদিকে শুনতে হয়েছিল, “অনেক হলো৷ এবার আপনার বিদায় নেয়ার পালা৷” নাদালকে হারিয়ে এদিন সেইসব নিন্দুকদের মুখ বন্ধ করে দিলেন তিনি৷ আপ্লুত ফেদেরার ম্যাচ শেষে চোখের পানি ধরে রাখতে পারলেন না৷ সেই সঙ্গে জানালেন, এই ট্রফি রাফার সঙ্গে ভাগ করে নিতে চান তিনি৷

এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ প্রথম সেটের দখল নিলেন ফেদেরার, আবার দ্বিতীয় সেটেই বাজিমাত নাদালের৷ কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়লেন না৷ আর ছুটির দিনে সেই টানটান হাইভোল্টেজ ম্যাচ উপভোগ করলেন দর্শকরা৷ নতুনদের ভিড়ে এই ম্যাচ যেন ছিল দুই তারকার কামব্যাকের লড়াই৷ দুনিয়ার কাছে আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চ৷ বলাবহুল্য সেই মঞ্চে দু’জনেই সফল হলেন৷ প্রায় চার ঘণ্টা হাড্ডাহাড্ডি লড়াইশেষে স্প্যানিশ তারকাকে ৬-৪, ৩-৬, ৬-১, ৩-৬, ৬-৩ সেটে হারালেন ফ্রেডি৷ এই নিয়ে পঞ্চমবার অস্ট্রেলিয়া ওপেন চ্যাম্পিয়ন হলেন কিংবদন্তি ফেডেরার৷

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।