শোন্দহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ক্রাইমবার্তা রিপোট:জিয়ারুল ইসলামঃ- কুষ্টিয়ার মিরপুর উপজেলার শোন্দহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 18
রবিবার সকালে শোন্দহ মাধ্যমিক বিদ্যালয় হল রুমে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহম্মদ আলী।
সহকারী শিক্ষক ইয়াকুব আলীর পরিচালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন শোন্দহ ক্যাম্প-ইন-চার্জ সহকারী পুলিশ উপ-পরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ। প্রধান অথিতির বক্তব্যে জাসদ নেতা আহম্মদ আলী বলেন, দেশের শিক্ষার ব্যপক বিস্তার হচ্ছে। দেশকে উন্নতির শিখরে  দেখতে হলে শিক্ষার বিস্তার, ব্যপক আকারে ঘটাতে হবে। তিনি সকল শিক্ষার্থীদের বলেন, তারা যেন নকলমুক্ত সুষ্ঠ,সুন্দর, পরিবেশে পরীক্ষা দিয়ে সরকার এবং পিতা-মাতার মুখ উজ্জ্বল করে। সভাপতির বক্তব্যে সদ্য জাসদে যোগদানকৃত জাসদ নেতা সাইদুর রহমান জানান, আমার জনপ্রিয়তার এবং ব্যবহার দেখে এই বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচনে অভিভাবকরা তাদের মূল্যবান ভোট প্রদান করে আমার  পুনঃনিষ্কুর জয় নিশ্চিত করেছিল। আমি চাই শিক্ষা বিস্তারে আমাদের নেতা ও মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দেখানো ছক অনুযায়ী কাজ করতে। তিনি(ইনু) দেশের সার্বিক উন্নয়নের কথা বিবেচনা করে শিক্ষাসহ বিভিন্ন খাতগুলোকে বিভিন্ন সময় বিভিন্ন রকম পরামর্শ প্রদান করে উন্নয়ন নিশ্চিত করেছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রকৃত শিক্ষা গ্রহন করে শিক্ষা এবং শিক্ষার আলো সমাজের আনাচে-নাকাচে ছড়িয়ে দিয়ে শিক্ষার প্রভাব বিস্তার করাতে হবে।এসময় সহকারী প্রধান শিক্ষক শুকমান আলী, সহকারী শিক্ষক বছির উদ্দিন, আবুল ফজল, রাজু আহম্মেদ, কামাল উদ্দিন, সাইফুল ইসলামসহ অভিভাবক সদস্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Check Also

সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মঙ্গলবার (১৯ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।