সাতক্ষীরা সদর হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন : সাতক্ষীরা সদর হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সদর হাসপাতাল কনফারেন্স রুমে সদর হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি ও সদর-০২ আসনের সংসদ সদস্য 15বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সভাপতিত্বে স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ উৎপল কুমার দেবনাথ, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, ডাঃ মোখলেছুর রহমান, মুক্তিযোদ্ধা এনামুল হক বিশ্বাস, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, কাউন্সিলর ফারহা দিবা খান সাথি, ডাঃ আজিজুর রহমান, ডাঃ আসাদুজ্জামান, সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদার ও কামরুল ইসলাম প্রমুখ। পরিচালনা পরিষদের সভায় অনেকেই তাদের বক্তব্যে বলেন,  সদর হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভায় অনেক বিষয় নিয়ে আলোচ্য সুচিতে প্রতি সভায় আলোচনা করা হয় এবং সিদ্ধান্ত গ্রহন করা হয় কিন্তু তা আজ অবধি বাস্তবায়ন করা হয়নি। সভায় সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ উৎপল কুমার দেবনাথ তার হাসপাতালে যোগদানের পর যে সব উন্নয়ন হয়েছে তা তুলে ধরেন। কিন্তু সদর হাসপাতালে স্বাস্থ্য সেবার মান ভেঙ্গে পড়েছে তা উল্লেখ না করে তিনি এড়িয়ে যান। অপরদিকে সদর হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভা শেষে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য মীর মোস্ত্ক আহমেদ রবি ফিতা কেটে অপরিপক্ক শিশুদের নিবীড় পর্যবেক্ষণে রাখার কেন্দ্র উদ্বোধণ করেন। এখানে ১২টি ইনকুবেটর মেশিন স্থাপন করা হয়েছে। এ সময় সদর হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মেডিকেল অফিসার ডাঃ আরিফুজ্জামান।

Check Also

প্রকৌশলী গিয়াস উদ্দীনের রুহের মাগফিরাত কামনায় দোয়া

ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর অন্তবর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, ঢাকা ও ফোরাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।