ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরের কালীগঞ্জে সোমবার দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত ও অপর ৩ জন আহত হয়েছে। নিহতের নাম সৈয়দ আলী (৫৫)। সে নাটোর জেলা সদর থানার বড়হরিশপুর এলাকার মৃত গোলাম নবীর ছেলে।
কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ গোলাম মাওলা জানান, নাটোর থেকে পাথর ও ড্রাম ভর্তি করে একটি ট্রাক ফেনী যাচ্ছিল। পথে সোমবার সকালে গাজীপুর-নারায়ণগঞ্জ সড়কের কালীগঞ্জের রাথুড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় পেছনে থাকা অপর একটি ট্রাক গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ওই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যায় এবং উভয় ট্রাকের তিন আরোহী ও হেলপার আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ও হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারনে প্রথম ট্রাকটি গাছের সঙ্গে ধাক্কা খায়।