ক্রাইমবার্তা রিপোট:জিয়ারুল ইসলামঃ- কুষ্টিয়ার মিরপুর উপজেলার আটিগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শওকত আহম্মেদ মিরুলের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রীর বিশেষ প্রতিনিধি আহম্মদ আলী। ইংরেজী বিভাগের সহকারী শিক্ষক রাশেদুল ইসলাম (টুটুল) এর পরিচালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন, ছাতিয়ান ইউনিয়ন জাসদের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জলিল (রতন), সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, ভারল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরুল ইসলাম, নওদাপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক,আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলফাত হোসেন, নাসিরুদ্দিন লাবু, মোঃ- মজনু মেম্বার। প্রধান অথিতির বক্তব্যে জাসদ নেতা আহম্মদ আলী বলেন, দেশের শিক্ষার ব্যপক বিস্তার হচ্ছে। দেশকে উন্নতির শিখরে দেখতে হলে শিক্ষার বিস্তার, ব্যপক আকারে ঘটাতে হবে। তিনি সকল শিক্ষার্থীদের বলেন, তারা যেন নকলমুক্ত সুষ্ঠ,সুন্দর, পরিবেশে পরীক্ষা দিয়ে সরকার এবং পিতা-মাতার মুখ উজ্জ্বল করে। ছেলেদের মত মেয়েরাও শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে সমভাব বজায় রাখছে। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, শওকত আলী, শরীফুল ইসলাম, আনিছুজ্জামানসহ শিক্ষক-শিক্ষিকা অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
