ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:মিস ইউনিভার্স খেতাব পেলেন ফ্রান্সের আইরিস মিত্তেনায়র৷ ৮৫ জন প্রতিযোগীর মধ্যে তাকে বেছে নেন বিচারকরা। ডেন্টাল সার্জারির ছাত্রী আইরিশ। বিচারকদের তালিকায় প্রথম রানার আপ হয়েছেন মিস হাইতি। দ্বিতীয় রানার আপ খেতাব পেলেন মিস কলম্বিয়া৷
ফাইনাল রাউন্ডে বিশ্বের উদ্বাস্তু সমস্যা নিয়ে জানতে চাওয়া হয়েছিল প্রতিযোগীদের কাছে। এ উত্তরে ‘মুক্ত সীমান্ত’ বিষে বেশি করে গুরুত্ব দেন ফ্রান্সের প্রতিযোগী আইরিস। তিনি বলেছেন, ‘ফ্রান্সে আমরা যতটা সম্ভব বিশ্বায়নের চেষ্টা করছি। দেশের সীমানা মুক্ত। আর এই মুক্ত সীমান্ত বিশ্বের বিভিন্ন জায়গায় যেতে অনুমতি দিচ্ছে আমাদের। বিশ্বের কোথায় কী হচ্ছে, জানতে পারছি আমরা। এই উত্তরেই এল খেতাব৷
২০১৬ সালের মিস ইউনিভার্সের খেতাব পেয়েছিলেন ফিলিপাইনের পিয়া অ্যালোনজো৷ তবে ঘোষণা করা হয়েছিল, মিস কলম্বিয়ার নাম৷ পরে ভুল বুঝতে পারেন কর্তৃপক্ষ৷ মঞ্চে এসে ক্ষমা চেয়ে খেতাবধারী সঠিক নাম জানানো হয়৷