মিয়ানমারে প্রখ্যাত মুসলিম আইনজীবীকে গুলি করে হত্যা

ক্রাইমবার্তা ডেস্ক রিপোট:মিয়ানমারের ক্ষমতাসীন এনএলডির খ্যাতিমান আইন উপদেষ্টা উ কো নি রেঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে কাছে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। রোববার বিকেলে ইন্দোনেশিয়া থেকে ফেরার পর বিমানবন্দরের কার পার্কিং এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট দফতরের মুখপাত্র উ জাউ হতে জানিয়েছেন।

তথ্য মন্ত্রণালয়ের স্থায়ী সচিব উ মিয়ো মিইন্ত মঙ ইরাবতীকে বলেন, উ কো নি ছিলেন ইন্দোনেশিয়ায় এক সপ্তাহের স্টাডি ট্যুর সম্পন্নকারী ২১ সদস্যের সরকারি প্রতিনিধিদলের অন্যতম।
প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন তথ্যমন্ত্রী উ পি মিইন্ত, স্বরাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী এবং আরাকান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী।
উ কো নি ছিলেন মুসলিম আইনজীবী এবং ২০০৮ সালের বিতর্কিত সংবিধানের বিশেষজ্ঞ। ২০১৬ সালে ক্ষমতায় আসার আগে সংবিধান সংশোধনী প্রস্তুতে তিনি এনএলডি’র হয়ে কাজ অন্যতম ব্যক্তিত্ব।
হামলাকারী ৫৩ বছর বয়স্ক কিয়ে লিন বলে পুলিশ জানিয়েছে। তিনি মান্দালয়ে বসবাস করতেন বলে জানানো হয়েছে। হামলাকারী পালানোর চেষ্টায় তার ৯ এমএ পিস্তল দিয়ে এক ট্যাক্সিচালককেও গুলি করে।

Check Also

গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।