ক্রাইমবার্তা রিপোট:নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরার বিল শিমুল বাড়িয়া সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড ১ এর জায়গা থেকে ভুমিদস্যু কওছার আলী ও শফিকুল ইসলাম গায়ের জোরে মাটি কেটে ইট ভাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। সরজমিনে যেয়ে দেখা যায় সাতক্ষীরা সদরের শিমুলবাড়িয়ার কেয়ামদ্দিনের পুত্র কওছার আলী, বালিথা গ্রামের ছবিরউদ্দিন সানার পুত্র শফিকুল ইসলাম সাতক্ষীরা পাউবো ২ এর বিল শিমুল বাড়িয়া মৌজার দাগ নং ২৪৫ এর ৫৭ খতিয়ান থেকে এক একর ২৩ শতক জমি থেকে এসকে ভেটার মেশিন দিয়ে কয়েকদিন যাবত অত্র এলাকার ভেড়ীর মাটিসহ সরকারী জমির মাটি কেটে অত্র এলাকার বিভিন্ন ইট ভাটাসহ ব্যক্তি মালিকদের নিকট বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয় নিচ্ছে ভূমিদস্যু চক্ররা। বিষয়টি গ্রামবাসী সাতক্ষীরা ২ এর পানি উন্নয়ন বোর্ডে অভিযোগ করলে পানি উন্নয়ন এসও খায়রুজ্জামান ভূমি দস্যুদের মাটি কাটা বন্ধের নির্দেশ দেয়। কিন্তু কতৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে মাটি কাটা চলমান রেখেছে। এ বিষয়ে বিল শিমুল বাড়িয়ার একাধিক ব্যক্তি নাম প্রকামে অনিচ্ছুক এ প্রতিনিধিকে বলেন অত্র এলাকার সন্ত্রাসি ও এলাকার ত্রাস কওছার ও শফিকুল সকল অপকর্ম করে থাকলেও প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। তারা আরও বলেন ঐ গডফাদাররা পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু ব্যক্তিদের নগদ তুষ্ঠ করে মাটি কেটে এলাকার ক্ষতি সাধন করে চলেছে। এতে করে বর্ষা মৌসুমে ভেড়িবাধ ভেঙ্গে যাওয়ার আশঙ্খায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উক্ত বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এসও খায়রুজ্জামানের সাথেকথা হলে তিনি বলেন আমরা মৌখিক ভাবে মাটি কাটতে নিষেধ করেছি কিন্তু এখন তারা মাটি কাটা অব্যাহত রেখেছে । আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সার্বিক বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (এক) দায়িত্ব প্রাপ্ত অফিসার মোমিন আলীর সাথে ফোনে কথা হলে তিনি বলেন জানা নেই বিষয়টি জেনে ব্যবস্থা নেবে।
নবজীবন ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা
ফিরোজ হোসেন ঃ সাতক্ষীরা নবজীবন ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা-২০১৭ অনুষ্ঠান মঙ্গলবার সকাল ১১ টায় নবজীবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল থেকে নবজীবন ক্যাম্পাস যেন বিদায়ী ও অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মিলন মেলায় পরিনত হয় । কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্টানটির শুভ সুচনা হয়। নবজীবন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আব্দুল হান্নান মোল্ল্যার সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবজীবনের প্রশাসনিক কর্শকর্তা শেখ মেহেরুল আলম মনি, শিক্ষক শেখ মফিজুর রহমান, বোরহান আলী, কাজী মফিজুল হক ও অহিদা বেগম প্রমুখ। বক্তারা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমাদের জীবন গড়ার এটি প্রথম ধাপ সুতরাং মনোযোগ সহকারে পরীক্ষায় অংশ গ্রহনের পাশাপাশি সৎ চরিত্র গঠন এবং সুনাগরিক হিসাবে গড়ে ওঠার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। সুন্দর লক্ষ্য, সাহস, নৈতিকতা,আদশের্র পথে চলার পরামর্শ দিয়ে বক্তারা আরো বলেন এমনভাবে জীবন যাপন করতে হবে যাতে শিক্ষক,অভিভাবক এমনটি সহপাঠীরাও তোমাদের ব্যবহারে কষ্ট না পায় এবং শিক্ষা প্রতিষ্ঠানের সুনামও যেন অক্ষুন্ন থাকে। ভাল ফল লাভের জন্য তিনি সকল ছাত্র-ছাত্রীদের কলেজ জীবনেও নিয়মিত ক্লাস ও মনোযোগ সহকারে পড়াশুনা করার আহব্বান জানান এবং শুভ কামনা করেন। পরিশেষে বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষায় ভাল নম্বর প্রাপ্তি ও বিভিন্ন উপদেশমুলক বক্তব্য রাখেন।বিদায়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন ছন্দা ও শাওন ।এসময় সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন ।