ক্রাইমবার্তা রিপোট: ইসি গঠনে সার্চ কমিটি ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। ২৭টি রাজনৈতিক দলের দেয়া নামগুলো থেকেই তাদের নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শুরু হওয়া বৈঠকে ওই তালিকা করা হয়। মোহাম্মদ শফিউল আলম বলেন, ২৭টি রাজনৈতিক দল ১২০-১২৫ জনের নাম জমা দিয়েছে। সেখান থেকে ২০ জনের তালিকা তৈরিতে সততা, কর্মদক্ষতা ও যোগ্যতার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এ মুহূর্তে কারো নাম প্রকাশ করা হবে না। নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ছয় সদস্যের সার্চ কমিটির প্রথম বৈঠক শনিবার অনুষ্ঠিত হয়। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে ৩১ রাজনৈতিক দলের সংলাপ হয়েছে। ওই সব রাজনৈতিক দলের কাছে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে পাঁচজনের নামের তালিকা চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয় সার্চ কমিটি। মঙ্গলবার নাম পাঠাতে বলা হয়। এরই অংশ হিসেবে ২৭টি রাজনৈতিক দল সার্চ কমিটির কাছে নাম জমা দেয়। মঙ্গলবার বিকেল চারটার দিকে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে নামগুলো সার্চ কমিটিকে দেওয়া হয়। সেগুলো যাচাই-বাছাই করতে বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে বসেছে সার্চ কমিটি।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …