মোস্তফা কামাল শ্যামনগর(সাতক্ষীরা) সংবাদদাতা ঃ সাতক্ষীরা জেলা জামায়াতের প্রবীণ রুকন অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ (৮০) মৃত্যুবরণ করেছেন। গতকাল সকালে বার্ধক্য কারণে তিনি মৃত্যু বরণ করেন। তিনি দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের নাংলা গ্রামরে মৃত মোসলেন গাজীর ছেলে। প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি নওয়াপাড়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি উপজেলা জামায়াতের কর্মপরিষদ ছিলেন। তিনি এক ছেলে ও পাঁচ কন্যা সন্তানের জনক ছিলেন। বিকেলে ফতেহপুর নাহার মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন তার ছেলে মাওলানা মহিববুল্লাহ। পওে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদের মুত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে. জেলা ও উপজেলা জামায়াত,মরহুমের হাতেগড়া প্রতিষ্ঠান নওয়াপাড়া সিনিয়র মাদ্রাসার পরিচালনা পরিষদ সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
এক শোক বার্তায় মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা রবিউল বাশার,সেক্রেটারী নুরুল হুদা,উপজেলা জামায়াতের আমীর আসাদুজ্জামান মুকুল,সেক্রেটারী নুর মুহাম্মদ।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …