ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক: কালাম কায়সারের ‘মা’ ছবির শুটিং শুরু হয়েছিল গত বছরের শুরুর দিকে। শাকিব খানের বিপরীতে নায়িকা ছিলেন অপু বিশ্বাস। কিন্তু প্রথম লট শুটিং করেই আড়াল হন অপু। অপেক্ষার প্রহর গুনতে গুনতে শেষ পর্যন্ত পরিচালক দারস্থ হন বুবলির। বুবলিও সুযোগটা লুফে নেন। অপুর পরিবর্তে কাজ করতে রাজি হন। তবে শাকিবের শিডিউল না থাকায় শেষ পর্যন্ত গত বছর আর শুটিং সম্ভব হয়নি। সম্প্রতি ছবিটির জন্য শিডিউল দিয়েছেন শাকিব। আর এর মধ্যেই আড়াল ভেঙেছেন অপু বিশ্বাস। কাজ করতে চান ‘মা’ ছবির। কালাম কায়সার বলেন, অপুকে নিয়ে বেশ কিছু দৃশ্যের কাজ করেছিলাম। সেদিক থেকে তিনি ছবিটি করলে প্রযোজকের টাকা কিছুটা হলেও বাঁচবে। আমি প্রযোজকের সঙ্গে কথা বলেছি। তিনিও এই মত দিয়েছেন। তবে অপক্ষোয় আছি শাকিবের। তিনি সায় না দিলে তো কোনো সিদ্ধান্তে আসতে পারব না। বুবলী বলেন, আমার সঙ্গে কাগজ-কলমে চুক্তি হয়েছে। তাছাড়া এখানে পারিশ্রমিকের একটা ব্যাপার আছে। ছবিতে আমি কাজ করবো বলেই নিশ্চিত। নির্মাতা কালাম কায়সার অবশ্য সুর পালটে বলছেন ‘মা’ ছবিতে শাকিবের নায়িকা বুবলীই। এটা শতভাগ চূড়ান্ত।
Check Also
‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …