ফ্রিজের ভেতরে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক

ক্রাইমবার্তা রিপোট: একটি বেসরকারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফ্রিজের ভেতরে ইয়াবা পাচারকালে এক দম্পতিকে আটক করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এ সময় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ফ্রিজের ভেতরে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক

শহরের মন্ডলপাড়া এলাকা থেকে মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে ওই স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- কেরানীগঞ্জের পানগাঁও জাজিরা এলাকার সাদেমের পুত্র মাসুদ (২৮) ও তার স্ত্রী রেখা (২০) ।

সদর মডেল থানার এসআই মেহেদী হাসান  জানিয়েছেন, শহরের মন্ডলপাড়া ব্রিজের উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি ছোট আকারের ফ্রিজসহ স্বামী ও স্ত্রীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ওই ফ্রিজের ভেতরে ফোমের মধ্যে লুকায়িত অবস্থায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত দম্পতি জানিয়েছে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ফ্রিজটি কক্সবাজার থেকে আনা হয়েছিল।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।