রোহিঙ্গা সমস্যা সমাধান মিয়ানমারের হাতে : বার্নিকাট

ক্রাইমবার্তা রিপোট: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ দূতাবাসের ৯ কর্মকর্তা। রোহিঙ্গা সমস্যা সমাধানে এ সময় তিনি মিয়ানমার সরকারকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
11
মঙ্গলবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে মার্শা বার্নিকাট বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে উদ্যোগ নিতে হবে কারণ এ সমস্যা সমাধানের একমাত্র উপায় তাদের হাতে। তারা যদি উদ্যোগী না হয় তাহলে এই সমস্যা আরও দীর্ঘমেয়াদি হতে পারে। এই ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে প্রভাবশালী দেশ এবং দাতাসংস্থাকে এগিয়ে আসতে হবে। যাতে করে মিয়ানমারের ওপর চাপ দেয়া যায়। এই সমস্যা সমাধানে বাংলাদেশ যে ভূমিকা রাখছে সেটিও ইতিবাচক।

মার্শা বার্নিকাট বলেন, এইসব ক্ষতিগ্রস্থ মানুষের প্রতি বাংলাদেশ যে ধরনের সহমর্মিতা দেখাচ্ছে এবং যেভাবে জায়গা দিয়েছে সেটা অবশ্যই প্রশংসনীয়। যদিও জাতিসংঘের কোন বাধ্যবাধকতা বাংলাদেশের নেই। তারপরেও মানবিকতার কারণে এসব মানুষকে থাকতে দিচ্ছে সেটা প্রশংসার দাবি রাখে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান বার্নিকাট। পৌঁছার পর তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা পরিচালিত চিকিৎসাকেন্দ্র পরিদর্শন করেন। ওইখানে চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।

এরপর তিনি ক্যাম্প এলাকা ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। লেদা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।

মিয়ানমারের রাখাইনে আইনের শাসন প্রতিষ্ঠা না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন  কফি আনান কমিশনের প্রতিনিধি দল।

বার্নিকাট সোমবার কক্সবাজার সফরে যান। সোমবার বিকেলে কক্সবাজারের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেন তিনি।

Check Also

ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়

দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।