SAMSUNG CAMERA PICTURES

আগামী সংসদ নির্বাচন জাতীয় পার্টি একক ভাবে সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবে -এইচ এম এরশাদ

ক্রাইমবার্তা রিপোট:রাণীশংকৈল প্রতিনিধি ঃ  সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির কর্নধার হুসেইন মুহাম্মদ এরশাদ ৩১ জানুয়ারী ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড়ে নিজ খামার বাড়িত পরির্দশনে এসে পৃথক ২ টি পথ সভা করেন। কর্মসূচীর অংশ হিসেবে পথসভায় বলেন, আগামীতে জাতীয় পাটি একক ভাবে সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবে, আর কারও ক্ষমতায় যাওয়ার সিড়ি হবে না। আজ দেশের কোন নিরাপত্তা নেই। কার ছেলে কোথায় যায়, কোথায় গুম হয় কে তুলে নিয়ে যায় কেউ জানে না। বর্তমান

SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES

সরকারের সময় শুধু মায়ের চোখে পানি দেখা যায়, দেখা যায় মায়ের আহাজারি। তাই জাতীয় পার্টি সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হবে কারো চোখে পানি থাকবে না। জাপার চেয়ারম্যান আরো বলেন, আমি এবার সব আসনে প্রাথী দেবো আপনারা আমার প্রার্থীকে ভোট দেবেন।  সারা দেশে আমার আমলেই উন্নয়ন হয়েছে।  এ এলাকার রাস্তা ঘাট বড় বড় ব্রিজ আমার করা, যত উন্নয়ন হয়েছে জাতীয় পাটি সরকারের সময়ে।  উত্তর বঙ্গের মানুষ উপকারের কথা  ভুলে যায়নি। এ দেশের মানুষ পরিবর্তন চায়, আমার দল ক্ষমতায় আসলে সকল অন্যায় অত্যাচার থেকে রেহায় পাবে। তাই আপনারা আমাকে ক্ষমতায় আসার সুযোগ দেবেন। সফর প্রসঙ্গে এরশাদের ব্যক্তিগত সচিব সুনিল সুভ রায় সাংবাদিকদের  বলেন, আসলে এটা স্যারের ব্যাক্তিগত সফর তাই কেন্দ্রিয় নেতারা আসেননি। যারা এসেছেন তারা সবাই ব্যাক্তিগত কর্মকর্তা। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য সাবেক সাংসদ হাফিজ উদ্দিন আহম্মেদ, ঠাকুরগাও জেলা সভাপতি নুরুন নাহার বেগম, সম্পাদক স্বপন চৌধুরী, উপজেলা সভাপতি আজিজুল ইসলাম, সম্পাদক জাহাঙ্গীর আলম, জাপা নেতা শামসুল আরেফিন সহ স্থানীয় নেতা কর্মিরা।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।