জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ ও আমেরিকার নতুন সরকারের চাপে পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে বলে মনে করছে পাকিস্তানি কূটনীতিকের এক অংশ। টুইটারে সাঈদের দাবি, ভারতের চাপেই এই সিদ্ধান্ত। জামায়াতকে নিষিদ্ধ করা হলে আমরা আদালতে যাব।
২৬/১১-এর মুম্বই হামলার জন্য বহু দিন ধরেই নিজেদের হাতে তুলে দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছে ভারত সরকার।
সম্প্রতি ভারতের সার্জিকাল স্ট্রাইকের পাল্টা হামলার চালানোর হুমকিও দিয়েছিলেন তিনি। আজাদ কাশ্মীরের মিরপুরে একটি জনসভায় সাঈদ মন্তব্য করেছিলেন, ভারতের যা করার করেছে। এ বার কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করার পালা আমাদের।
পাকিস্তান সরকার সাঈদের সঙ্গে গৃহবন্দী করেছে জাফর ইকবাল, আবদুল্লা উবাইদ, কাজি কাসিফ নিয়াজ ও আবদুর রহমান আবিদকে।