তালা/পাইকগাছা সীমান্তবর্তি কাছিঘাটা আর বি এস ইট ভাটায় দেধাচ্ছে কাঁটছে কপোতাক্ষের মাটি- পুড়াচ্ছে কাট

ক্রাইমবার্তা রিপোট:আকবর হোসেন,তালাঃ তালা/পাইকগাছা সীমান্তবর্তি আর বি এস ইট ভাটায় দেধাচ্ছে কাঁটছে কপোতাক্ষের মাটি । ইট পোড়ানোর জন্য জ্বালানী হিসেবে ব্যবহার করছে কাট । সরজমিনে গিয়ে দেখা যায়, কপোতাক্ষের বেড়ী বাঁধের মাটি কেঁটে সাবাড় করে দিয়েছে আর বি এস ইট ভাটা । ভেঁড়ী বাঁেধ যে মাটি ছিল তা সবইয় কেঁটে নিয়ে 30সমান করে দিয়েছে এই আর বি এস ইট ভাটা । এর ফলে বর্ষার মৌসুমে নদীর পানিতে তলিয়ে যাবে সমস্ত এলাকা । ভাটার মাটি কাটা পাইকগাছা কাসিমনগর রজেম বিশ্বাসের পুত্র ভ্যান চালক মোঃ আনোয়ার হোসেন বিশ্বাস (৫০)বলেন, আমরা কপোতাক্ষ নদীর বেড়ী বাধের মাটি প্রতি ভ্যান ১৫ টাকা চুক্তিতে ভাঁটায় দেয় । কপোতাক্ষের মাটি এভাবে কেঁটে নিচ্ছেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা গরীব মানুষ, পেটের দায়ে কাজ করি । ইট ভাটার মালিক রঞ্জু শেখ পিতা-জব্বার শেখ-কাসিমনগর পাইকগাছা ও মুহুরী জুলফিকার(৪০) পিতা মৃত আমান উল্লাহ মোড়ল,কাসিমনগর,পাইকগাছা আমাদের ভ্যান চুক্তি করে মাটি কাটতে বলেছেন । একই কথা বলেন ভ্যানচালক আনারুল সানা (৩৫) পিতা-বারেক সানা, গ্রাম ঘোষ নগর, তালা । সাংবাদিকরা ছবি তুললে গেলে ভ্যান চালক আব্দুল আজিজ শেখ(৩২) পিতা-মকর আলী শেখ গ্রাম কাসিমনগর বলেন, আমাদের কি টিভিতে দেখা যাবে, না হলে আপনারা কি করবেন । ইট ভাটায় মাটি কেন কেঁটে নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে ভাটার মুহুরী জুলফিকার(৪০) বলেন, আমরা মাটি কাঁটছি তার কোন প্রমান আছে । ভ্যানে করে মাটি নিয়ে ভাটায় রাখছেন, এর চেয়ে বড় প্রমান আর কি লাগবে । তখন চুপ করে থাকেন । কাঁট দিয়ে ভাটার ইট পোড়াচ্ছেন কেন এমন প্রশ্নের জবাবে মুহুরী বলেন, ভাই আপনারা যদি সব খোজ করেন তাহলে তো হবে না । আর তাহাছাড়া ভাটায় এতগুলে মানুষের রান্না করতে গেলেও তো কাঁট লাগে । তবে ভাঁটায় কাঁট চেরায় করছেন কাসিমনগর গ্রামের হারান সরদারের পুত্র মতলব । তিনি বলেন, ভাটায় আমি এক দেড় মাস কাঁট চেরায় করে ভাটায় দেয় ।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।