পায়ুপথে ১০ স্বর্ণের বারসহ শাহজালালে আটক ১

ক্রাইমবার্তা রিপোট:হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।পায়ুপথে ১০ স্বর্ণের বারসহ শাহজালালে আটক ১

যার ওজন ১ কেজি ১৬৫ গ্রাম; বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। স্বর্ণসহ আটক জাহাঙ্গীর আলমের (২৭) বাড়ি ফেনীর ছাগলনাইয়ায়।ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার (এসি) এ এইচ এম আহসানুল কবীর এ তথ্য জানান। তিনি জানান, জাহাঙ্গীর পেশায় একজন নাপিত। দুবাই থেকে আসা জাহাঙ্গীরকে সন্দেহ হলে ব্যাগ, শরীর তল্লাশি করে প্রথমে কিছুই পাওয়া যায় না। পরে এক্স-রে করাতেই বেরিয়ে আসে আসল কাহিনী। তার পায়ুপথে স্বর্ণ ধরা পড়ে। তারপর টয়লেটে নিয়ে ১০টি স্বর্ণের বার বের করা হয়।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।