মাহমুদ আব্বাস-পররাষ্ট্রমন্ত্রী বৈঠক ফিলিস্তিনকে শিক্ষা ও সামরিক সহায়তা দেবে বাংলাদেশ

ক্রাইমবার্তা রিপোট:বাংলাদেশে ফিলিস্তিনের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের চিকিৎসা, প্রশিক্ষণের সুযোগ এবং বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি ছাত্রদের দেওয়া শিক্ষা বৃত্তির ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।32

বুধবার সন্ধ্যায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে সফররত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন বাংলাদেশকে ফিলিস্তিন যে সমর্থন দিচ্ছে তা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে গভীরতার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার মাত্রা প্রসারিত হবে।

এ সময় অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, পররাষ্ট্র সচিব শহিদুল হক, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, আইজিপি একেএম শহীদুল হক, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া এবং তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার বিকালে একটি বিশেষ বিমানে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ফিলিস্তিনির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এসময় বিমানবন্দরে তাকে রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাগত জানান।

বৃহস্পতিবার  দুপুরে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও বঙ্গবন্ধু যাদুঘর পরিদর্শনের পর বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি। এছাড়া প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত আলোচনা হবে। শুক্রবার দুপুরে ঢাকা ছাড়বেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।