কলারোয়ায় পাচারের কবল থেকে একই পরিবারের ৪জন উদ্ধার’ দুই পাচারকারী আটক

ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার, 10সাতক্ষীরা কলারোয়ায় মাদরা সীমান্তে নিশ্চিত পাচারের কবল থেকে একই পরিবারের দুই শিশুসহ চার ভিকটিমকে উদ্ধার করেছে বিজিবি। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে মাদরা বিওপি’র সুবেদার ফিরোজ হাওলাদার জানান, বান্দরবান জেলার আলীকদম উপজেলার আলী কদম গ্রামের ইব্রাহিম হোসেন (৪০) তার স্ত্রী হাজেরা খাতুন (২৭) শিশু সন্তান রিয়াজ (৩)  এবং আরিফ (৪) কে অধিক বেতনে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে উপজেলার মাদরা সীমান্তে নিয়ে আসে পাচারকারীরা। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তে চোরাচালান প্রতিরোধে টহলে যান তিনি। এসময় তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে রাজপুর গ্রামের নারী পাচারকারী ইউনুচ আলীর ছেলে লিটন হোসেন (২৩) ও মৃত সাদেক আলী সরদারের ছেলে আইয়ুব হোসেন (৪০) ওই ভিকটিমদের ভারতে পাচারের উদ্দেশে রাজপুর সীমান্তের মেইন পিলার-১৩/৩ এস এর ১০ আরবির নিকটে সোনাই নদীর পাড়ে একটি কুল বাগানে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তিনি অভিযান পরিচালনা করে তাদেরকে উদ্ধার ও আটক করেন। পরে উদ্ধারকৃত ভিকটিমদের জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের অধিক বেতনে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যাচ্ছিল দুই পাচারকারীরা। এ ঘটনায় মাদরা বিওপির সুবেদার ফিরোজ হাওলাদার বাদী হয়ে কলারোয়া থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ২০১২ এর ৭/৮ ধারায় একটি মামলা দায়ের করেন।

কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে পরিষদ বন্দ

ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার,
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আছাদুজ্জামান আসাদ ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে ও চেয়ারম্যান মনিরুল ইসলামের অফিস কক্ষে নতুন তালা ঝুলিয়ে দিয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে সোনাবাড়ীয়া ইউনিয়নের উত্তর ভাদিয়ালী গ্রামের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আসাদ নিজেই এই তালা ঝুলিয়ে দেন। তথ্যটি নিশ্চিত করেন উক্ত ইউনিয়ন পরিষদের চৌকিদার ইবাদুল। তিনি আরো জানান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের রুমের পূর্বের তালা পরিবর্তন করে নতুন আরেকটি তালা লাগিয়ে দেন। এ ব্যাপারে চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান গত ২৫/০১/২০১৭ ইং তারিখে মহামান্য হাইকোর্ট তার বরখাস্তের আদেশ স্থগীত করেন। মহামান্য হাইকোর্ট আদেশ অনুযায়ী ২৬/০১/২০১৭ তারিখে চেয়ারম্যান মনিরুল ইসলাম তার কার্যালয়ে বসেন। হঠাৎ ০৩/০২/১৭ তারিখ শুক্রবার সকাল ৯টার সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদ নিজেই তার ও সচিবের কক্ষে তালা ঝুলিয়ে দেন। কার্যালয়ে তালা ঝোলানোর বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের সাথে মোবাইল ফোনে যোগোযোগ করা হলে তিনি জানান, গত ৩১/০১/১৭ তারিখে তার ও সচিবের অনুপস্থিতিতে দুইটি খাতা নিয়ে যায়। আমার যেন সরকারী আইন অনুযায়ী কোন ক্ষতি না হয় সেজন্য কলারোয়া থানায় ৩১/০১/১৭ তারিখে একটি সাধারণ ডায়েরী করেন, যার নং (১২১৩)। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়ের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান মহামান্য হাইকোর্ট কর্তৃক চেয়ারম্যান মনিরুল ইসলামের পুনর্বহালের জন্য আদেশ প্রদানের অনুলিপি তিনি পেয়েছেন। ইউনিয়ন পরিষদের কক্ষে তালা দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন শুক্রবার অফিসিয়ালি ছুটির দিন থাকায় বিধায় রোববার অফিস খোলার পর বিষয়টি পরিষ্কার ভাবে বলতে পারবেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।