ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক: চলে গেলেন ওয়ানডে ইতিহাসের প্রথম আম্পায়ার অ- অ অ+ ওয়ানডে ক্রিকেট ইতিহাসের প্রথম আম্পায়ার অস্ট্রেলিয়ার লু রোয়ান মারা গেলেন। তার বয়স হয়েছিলো ৯১ বছর। ১৯৭১ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে ওয়ানডে ক্রিকেটের প্রথম ম্যাচ। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ঐ ওয়ানডে ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন রোয়ান। তার সাথে ছিলেন স্বদেশী টম ব্রুকস। এ ছাড়া ২৫টি টেস্ট ম্যাচে আম্পায়ারের দায়িত্বও পালন করেছেন রোয়ান। ষাটের দশকে অস্ট্রেলিয়ার ঘরোয়া আসরেও বেশ জনপ্রিয় আম্পায়ার ছিলেন তিনি। ১৯৭১ সালে অ্যাশেজ সিরিজের পর বির্তর্কিত আম্পায়ার হিসেবে পরিচিত পান রোয়ান। কারন ওই সিরিজে ইংল্যান্ডকে একটিও এলবিডব্লু আউট দেননি তিনি। এই নিয়ে তখন বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিলো রোয়ানকে। সেই সমালোচনার মাত্রা আরও বেশি হয়েছিলো ওই এ্যাশেজের চতুর্থ টেস্টে। অস্ট্রেলিয়ার টেরি জেনারকে ভয় দেখানোয় ইংলিশ পেসার জন স্নো কে সর্তক করছিলেন তিনি।
Check Also
‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …