প্রেম প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা!

ক্রাইমবার্তা রিপোট:প্রেম প্রত্যাখ্যান করায় এক স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণচেষ্টা চালিয়েছে দুই যুবক।

বৃহস্পতিবার সকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর নিজবাটিয়া চরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় ভুক্তভোগী স্কুল ছাত্রী থানায় হাজির হয়ে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
6
মামলা সূত্রে জানা গেছে, ওই ছাত্রী প্রতিদিন হেঁটে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যান।

বুধবার সকালে পড়তে যাবার পথে নিজবাটিয়া চরের মোহাম্মদ আলীর ছেলে কৃষক গোলাম মোস্তফা (২২) তাকে প্রেম নিবেদন করে। সে প্রত্যাখ্যান করলে ওই মোস্তফা ক্ষিপ্ত হয়।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার পথে শ্মশানঘাঁটির কাছে পৌঁছলে মোস্তফার সহযোগিতায় লুলু আকন্দের ছেলে সারিয়াকান্দি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র পাপ্পু মিয়া (২০)  তাকে ধর্ষণের চেষ্টা করে।

ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুই যুবক পালিয়ে যায়। এরপর ছাত্রী নিজেই সারিয়াকান্দি থানায় গিয়ে নিজে বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

সারিয়াকান্দি থানার ওসি এএসএম ওয়াহেদুজ্জামান জানান, প্রেমে নিবেদন করে ব্যর্থ হয়ে ওই ছাত্রীর হাতধরে টানাটানি করেছে দুই যুবক। ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার অভিযান চলছে। ধরা পড়লে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা করা হবে।

Check Also

যশোরে মধুমেলার জায়গা বরাদ্দ নিয়ে বিএনপির দুগ্রুপের হাতাহাতি

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত’র ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী ‘মধুমেলা’র জায়গা ও ইভেন্ট বরাদ্দের উন্মুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।