২০ ওভারে ৩৩০ রান করে জিতল বাংলাদেশ

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:ভারতে ব্লাইন্ড টি২০ ক্রিকেট বিশ্বকাপে নিজেদের ৫ম ম্যাচে নিউজিল্যান্ডকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল।

  শুক্রবার বান্দ্রায় এমআইজি ক্রিকেট ক্লাবে টস জিতে আগে ব্যাট করে আব্দুল মালেকের ঝড়ো ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৩০ রান করে বাংলাদেশ। যা এবারের আসরে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস।

আব্দুল মালেক মাত্র ৭১ বলে ১৮০ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসটি ৩৩টি চারে সাজানো। এছাড়া আব্দুল্লাহ জবির ৪৪ বলে ৯০ রান করে অপরাজিত থাকেন। জবিরের ইনিংসে ৯টি চারের মার ছিল।

জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে নিউজিল্যান্ড। দলের পক্ষে ব্রেট উইলসন সর্বোচ্চ ৪৭ রান করেন।

বাংলাদেশ তাদের পরবর্তী ম্যাচে শনিবার মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে।

৫ ম্যাচে ৪টিতে জয় পেয়েছে বাংলাদেশ। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। পয়েন্ট তালিকায় প্রথমে রয়েছে পাকিস্তান। দ্বিতীয়তে রয়েছে স্বাগতিক ভারত।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।