প্রথম ঘনিষ্ঠ অবস্থায় সানিকে দেখে ফেলেছিলেন বাবা!

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:সদ্য বক্স অফিসে সাফল্য পেয়েছে ‘রইস’। সুনাম হয়েছে শাহরুখ খানের। কিন্তু আলাদাভাবে এ ছবিতে নজর কেড়েছেন সানি লিওন। ‘আফটার 4রিলিজ’ এখন অনেক রিল্যাক্সড তিনি। সম্প্রতি একটি সাক্ষাত্কারে শেয়ার করলেন তাঁর জীবনের কিছু অজানা কথা।  ভ্যালেন্টাইনস ডে আসছে। তাই সানির কাছে প্রশ্ন ছিল তাঁর জীবনের প্রেম নিয়ে। সানি বললেন, ‘ছোটবেলায় আমি টমবয় ছিলাম। হাইস্কুলে পড়ার সময় প্রথম প্রেমে পড়ি। আমার সেই প্রেমিক চিঠি লিখে বইয়ের ভাঁজে রেখে দিত। আবার কখনও ব্যাগেও ঢুকিয়ে দিত। রোমিও জুলিয়েট দেখতে গিয়ে প্রথম চুমু খেয়েছিলাম ওকেই। ’  আর পাঁচজনের মতোই সে সময় নাকি বাড়ির লোকের কাছে ধরাও পড়েছিলেন সানি। বয়ফ্রেন্ডের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিলেন স্বয়ং সানির বাবা! তারপরই নাকি তাঁরা মিশিগান থেকে ক্যালিফোর্নিয়ায় চলে যান। সানিও হারিয়ে ফেলেন জীবনের প্রথম প্রেম।  সূত্র: আনন্দবাজার

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।