চান্দিনায় আইন মন্ত্রণালয় লেখা গাড়ি থেকে আড়াই মন গাঁজাসহ যুবক আটক

ক্রাইমবার্তা রিপোট:কুমিল্লার চান্দিনায় আইন মন্ত্রণালয়ের স্টিকার লাগানো দুই প্রাইভেটকার থেকে আড়াই মনেরও বেশি গাঁজাসহ মামুন আকতার (২৫) নামে এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

আজ রোববার বিকেল ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় গাড়ির ভিতরে থাকা প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ৫৩টি প্যাকেটে ১০৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক মামুন আকতার ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজি পস্তমপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ঢাকার বনশ্রীতে একটি বাসায় ভাড়া থাকেন। অপর গাড়ি চালকসহ দুজন পালিয়ে যায়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (এস.আই) মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আইন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা’ লেখা স্টিকারের দুটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৭-২২৬০ ও চট্ট-মেট্রো-ক-০২-১৪৪০) থামানোর সংকেত দিলে তারা দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে দুটি গাড়িসহ একজনকে আটক করলেও বাকি দুজন পালিয়ে যায়।

সংবাদ শুনে হাইওয়ে পুলিশ কুমিল্লা (সার্কেল) সহকারি পুলিশ সুপার সফিকুল ইসলাম, দাউদকান্দি হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল ঘটনাস্থলে যান।

এ ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

 

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।