ক্রাইমবার্তা রিপোট:রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :ঝালকাঠির রাজাপুরের আঙ্গারিয়া গ্রামের মৃত হিঙ্গুল উদ্দিনের ছেলে বরিশাল বিমান বন্দরের নিরাপত্তা শাখা সিভিল এভিয়েশন মোঃ মোশাররফ হোসেনের কাছে চাঁদার দাবিতে হত্যার হুমকি ও একাধিক বিভিন্ন মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে রোববার সকালে রাজাপুর সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোশাররফ হোসেন অভিযোগ করে জানান, আঙ্গারিয়া গ্রামের মৃত মোসলেম আলীর ছেলে মামাত ভাই রুহুল আমিন কয়েক বছর ধরে জমির জাল দলিল করে তাদের পৈত্রিক ও ক্রয়কৃত জমি জবরদখল করছেন। এ ঘটনায় মোশাররফ জাল দলিলের বিরুদ্ধে মামলা করলে প্রতারক রুহুল আমিনের সহযোগী বরিশালের পলাশপুর দলিল উদ্দিন স্কুলের পিছনে ০৭ নং রোড ০৫ নং ওয়ার্ডের আঃ গনির ছেলে নান্নু মিয়াকে বাদী বানিয়ে মোশাররফের বিরুদ্ধে একটি প্রতরানা মামলা করে। এছাড়া পুটিয়াখালীর হামিদা বেগম (বুলি) নামে এক নারীকে মোশাররফের ভূয়া স্ত্রী সাজিয়ে ঢাকায় একটি মামলা করার রুহুল আমিন এবং ঝালকাঠি আদালতেও দুটি ৭ ধারা মামলা করেছে। সংবাদ সম্মেলনে মোশাররফ হোসেন আরও অভিযোগ করে জানান, রুহুল আমিন বরিশাল পলিটেকনিক্যাল ইনিস্টিটিউট থেকে পাশ না করেও নিজেকে ইঞ্জিনিয়ার পরিচয় দেয়। ওথানে থাকাকালিন সে শিবির ক্যাডার ছিলো। তার সহযোগীরা উপজেলার জীবনদাসকাঠি গ্রামের চুন্নুœু মিয়া নামে ভূয়া লোক দেখিয়ে সাব রেজিস্ট্রারকে ফাঁকি দিয়া জমি রেজিষ্ট্রী করে অন্য লোকের কাছে বিক্রি করে। এ ঘটনায় ঝালকাঠি আদালতে মামলা চলমান। ভূয়া দলিল দেখিয়ে কৃষি ব্যাংক থেকে ৪০ হাজার লোন প্রতারনার মাধ্যমে গ্রহন রুহুল আমিন। এঘটনায় রুহুল আমিন ও তার ছেলে নিজামুল হক সূজনের নামে ঝালকাঠি আদালতে মামলা (নং- ১৯৭/২০০৯) চলমান। এছাড়া মিরপুর, কুষ্টিয়া-সি/আর নং- ২৪১/২০১৩, মতিঝিল থানা জি,ডি নং- ২২৯২/৩১/০১/১১, রমনা থানা ঢাকা- ৩১/০১/২০১১ জি,আর নং- ৫৯/১১, মতিঝিলের একটি মামলার রায় ও ২ বছর সাজাও হয়েছে। এছাড়া রুহুল আমিনের বিরুদ্ধে জাল দলিল, ভূয়া গ্রেফতারি পরোয়ানা, ভূয়া রিকল, ভূয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তৈরি, জাল রাজস্ব টিকেট তৈরিসহ বিভিন্ন ব্যক্তির সাথে নানা প্রতারণা ও আর্থআত্মসাতের সাথে জড়িত বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় এবং মোশাররফ হোসেনের বিরুদ্ধে নাসিমা নামে একজনকে দিয়ে ভূয়া স্ত্রী সাজিয়ে বরিশাল আদালতে মামলা করেছে। এসব ঘটনায় মোশাররফ হোসেন শনিবার রাতে রাজাপুর থানায় অভিযোগ দিয়েছেন। মোশাররফ তাদের ভয়ে আতঙ্কিত হয়ে রাজাপুর থানায় গত ১৭ জানুয়ারি ডাইরী নং- ৬৪৫, ১৯ তারিখেও একটি ও বরিশাল বিমান বন্দর থানায় ২৩ জানুয়ারি জিডি নং-৮৩৪ করেছেন। এছাড়াও মোশাররফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে নান্নু মিয়া একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। যাহা অদৌ সত্য নয়। এসব মিথ্যা মামলা ও হুমকি-হয়রানির হাত থেকে বাঁচতে এবং নির্ভিগ্নে চাকুরী করে জীবনযাপনের জন্য র্যাব-পুলিশসহ সংশ্লিষ্ট সকলের আশুহস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে অভিযুক্ত রুহুল আমিন অভিযোগ অস্বীকার কারে জানান, ‘‘জমি নিয়ে মোশাররফের সাথে বিরোধ থাকায় তার বিরুদ্ধে মামলা দেয়াসহ নানাভাবে হয়রানি করে আসছে। তিনি দাবি করেন, মোশাররফের বিরুদ্ধে কোন মামলা দেয়া তো দূরের কথা তিনি কোন মামলার স্বাক্ষীও নেই’’, থানাসহ বিভিন্ন স্থানে অযথা মিথ্যা অভিযোগ দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে তাকে।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …