ক্রাইমবার্তা রিপোট:রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল জোনাল পল্লী বিদ্যুৎ কার্যালয়ে ভাষা আন্দোলনের মাসেও জাতীয় পাতাকা উত্তোলন করা হয়না। জাতি পাক হানাদার শাসকদের বিরুদ্ধে ভাষা আন্দোলন থেকে শুরু করে নায্য দাবি আদায়ের জন্য ধাপে ধাপে রক্তক্ষয়ী সংগ্রাম করেছেন। তারই ফসল হিসেবে জাতি পেয়েছে লাল সবুজের একটি পতাকা। যা আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দেশের প্রতিটি অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠানে দিনের কার্যক্রম শুরু হওয়ার সময় জাতীয় পতাকা উঠানো হয় অফিস সময় শেষ হলে তা নামানো হয়। কিন্তু পল্লী বিদ্যুৎ অফিসে তা পরিলক্ষিত হয়না। সময় মতো উঠানো হয়না জাতীয় পতাকা। এ পতাকার প্রতি এই অফিসের লোকজনের নেই কোন সম্মান বোধ বলে এলাকাবাসির অভিযোগ। ইতোপুর্বে পাতা বাহার গাছের সাথে মিহি ষ্টীলের ছোট পাইপের সাথে জাতীয় পতাকা উঠানোর খবর বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়। তবুও টনক নড়ছে অফিস কর্তৃপক্ষের। যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উঠানোর বিষয়ে কর্তৃপক্ষের সাথে একাধিকবার কথোপকথোন হলেও সচেতনতা বাড়েনি। রবিবার বেলা ১২ টায় পল্লী বিদ্যুৎ কার্যালয়ে গেলে জাতীয় পতাকা না উঠানোর বিষয়টি নজরে আসে। এ বিষয়ে এজিএম এহতেসামুল হক বলেন, জাতীয় পতাকা প্রতিদিন উঠানো হয়না।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …