মধ্যাহ্নের বিরতির আগে সাজঘরে সৌম্য

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:দুর্দান্ত অর্ধশত করে সাজঘরে ফিরলেন সৌম্য সরকার। ৭৩ বলে ৫২ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি।

এর পর বিদায় নেন শাহবাজ নাদিমের বলে।

সৌম্যের অর্ধশতে বেশিরভাগ রানই এসেছে বাউন্ডারি ও ছক্কা থেকে।

তিনি বাউন্ডারি হাকিয়েছেন নয়টি, রান এসেছে ৩৬। আর ছক্কা হাকিয়েছেন একটি। ফলে সৌম্যের অর্ধশতে ৪২ রানই এসেছে চার-ছক্কা থেকে।

মধ্যাহ্নের বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৯২ রান।

ক্রিজে এসেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। জুটি বেধেছেন মাহমুদুল্লাহর (১১) সাথে।

এই জুটিই পারে বাংলাদেশের সংগ্রহ বাড়িয়ে দিতে।

বাংলাদেশ সময় সকাল ১০টায় হায়দ্রাবাদের জিমখানা মাঠে বাংলাদেশ ও ভারত ‘এ’ দলের ম্যাচটি শুরু হয়। এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশিষ রায়, শফিউল ইসলাম ও তাইজুল ইসলাম।

ভারত ‘এ’ দল : অভিনব মুকুন্দ (অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), প্রিয়াঙ্ক কিরিত পাঞ্চাল, শ্রেয়াষ আইয়ার, ইশাঙ্ক জাগগি, শাহবাজ নাদিম, জয়ন্ত যাদব, ঋষভ পান্থ, বিজয় শংকর, হার্দিক পান্ডে, কুলদীপ যাদব, অঙ্কিত চৌধুরী, সিভি মিলিন্দ ও নিতিন সাইনি।

Check Also

আশাশুনিতে ছাত্র শিবিরের আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট

আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আশাশুনি উপজেলা শাখার আয়োজনে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।