ক্রাইমবার্তা রিপোট:সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যু রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি করেছে, তা পূরণ হবার নয় এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার, ০৫ ফেব্রুয়ারি দুপুর ঢাকেশ্বরী মন্দিরে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ফখরুল বলেন, আজ দেশ ও জাতি অনেক বড় একজন প্রবীণ রাজনীতিবিদকে হারিয়েছে। তার মতো একজন পার্লামেন্টারিয়ান হারানো রাজনীতিতে একটি শূন্যতার সৃষ্টি হওয়া।
আমি দলের পক্ষ থেকে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।
তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত সৎ, নিষ্ঠাবান ও অভিজ্ঞ নেতা ছিলেন। রাজনৈতিক সংকটে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। মানুষের মাঝে আস্থা তৈরি করতেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির নেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী, জয়নাল আবদীন ফারুক।
রবিবার, ০৫ ফেব্রুয়ারি ভোর ৪টা ২৪ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরঞ্জিত সেনগুপ্ত।
এর সকাল ৯টার দিকে তার ধানমন্ডির ঝিগাতলার বাসায় নেওয়া হয়। পরে সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হয়।
Check Also
ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান
ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …