শ্যামনগরে মাদ্রাসা শিক্ষকের মারপিটে ৯ জন ছাত্রী আহত

ক্রাইমবার্তা রিপোট:শ্যামনগর ব্যুরোঃ শ্যামনগরের বি.এস.ডি.এম দাখিল মাদ্রাসার 2সহকারী শিক্ষক (গণিত) আহসান কবীর লাঠি দ্বারা ৯ জন ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীদের মারপিট করে মারাত্বক জখম করেছে। এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট্য তদন্ত কমিটি গঠিত হয়েছে। মাদ্রাসা ও এলাকা সূত্রে প্রকাশ, গত ৫ ফেব্রুয়ারী বেলা ১.৩০ টার দিকে মাদ্রাসার ৬ ষ্ঠ শ্রেণীর ক্লাস রুমে শিক্ষক আহসান কবীর লাঠি দ্বারা ৯ জন ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীদের মারপিট করে মারাত্বক জখম করে। আহত ছাত্রীরা হলো- খাদিজাতুল  কোবরা, রোকসানা, রহিমা, খাদিজা, সুম্মা পারভীন, রাবেয়া, মরিয়ম খাতুন, হাবিবা ও মরিয়ম পারভীন। আহত ছাত্রীদের মধ্যে ২ জন সঙ্গাহীন হলেও প্রাথমিক চিকিৎসা শেষে জ্ঞান ফিরে পায়। এ সময় অন্য শিক্ষার্থীরা ভয় ও কান্নায় দিক বেদিক ছুটতে থাকে। আহত ছাত্রীদের মধ্যে অনেকে জ্বরে আক্রান্ত ও বমি করছে। আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। এ ধরনের কর্মকান্ডে মাদ্রাসার সকল ক্লাসে ও আশপাশে ব্যাপক ভীতি সঞ্চার সৃষ্টি হয়। মাদ্রাসার সুপার মাওঃ আবুল কাশেম জানান, শ্যামনগরে দাখিল পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব থাকা অবস্থায় বিষয়টি জেনে দ্রুত মাদ্রাসায় গিয়ে এর সত্যতা পান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের তাৎক্ষনিক অবহিত করেন। ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদার জানান, জরুরী সভায় ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে ৩ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদানের জন্য বলা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম জানান, বিষয়টি আমি জেনেছি জন্য তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।