ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার গাজীপুরে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গাজীপুর মহানগর ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী গাজীপুর সিটি কর্পোরেশনের সাইন বোর্ড এলাকা হতে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে বোর্ড বাজার এলাকায় গিয়ে শেষ হয়। র্যালী শেষে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইসলামী ছাত্র শিবিরের গাজীপুর মহানগরী সভাপতি ইশমাম আব্দুল্লাহর নেতৃত্বে উক্ত মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মানব উন্নয়ন সম্পাদক শরীফুল ইসলাম, গাজীপুর মহানগরী সেক্রেটারী মিজানুর রহমান, জেলা সভাপতি গোলাম কিবরিয়া, জামায়াত নেতা মোস্তাক আহমদ প্রমুখ।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …