ক্রাইমবার্তা রিপোট:রাজধানীর মিরপুরের ডেন্টাল কলেজ ছাত্রাবাসে মোবাইল ফোন চুরির অভিযোগে হাবিব (২০) নামে এক যুবককে রড ও হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে ছাত্ররা।
আজ সোমবার বিকালে তাকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে হাবিবের স্বজনরা।
আহত হাবিব জানান, তিনি ১০-১২ বছর ধরে ডেন্টাল কলেজ ছাত্রাবাসে ডাইনিংয়ে বয়ের কাজ করেন। গত ছয় মাস আগে ছাত্রাবাসের ৬টি মোবাইল ফোন চুরি যায়। এসব ঘটনায় ছাত্ররা হাবিবকে সন্দেহ করে। এর জের ধরে গতকাল রোববার বিকাল ৪টার দিকে তাকে ধরে নিয়ে ছাত্রাবাসে বসবাসকারী হাসান নামে এক ছাত্রের কক্ষে আটকে রেখে রড ও হকিস্টিক দিয়ে বেধড়ক পেটায় তারা। এসময় তাকে মেরে ফেলার হুমকি দিয়ে তার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হয়। পরে তার মামাকে খবর দিয়ে তার কাছে হাবিকে তুলে দেয় ছাত্ররা।
হাবিবের মামা পারভেজ জানান, খবর পেয়ে আজ বিকাল সাড়ে ৩টার দিকে হাসানের রুম থেকে গুরুতর আহতাবস্থায় হাবিবকে উদ্ধার করা হয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন পারভেজ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, হাবিবের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।