ক্রাইমবার্তা রিপোট:রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক মোঃ সইদুল হকের ব্যবহৃত মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে থানা ঘেরাও করা হয়। গত ৩ ফেব্রুয়ারী শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলটি চুরি হয়। এব্যাপারে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিমের শরনাপন্ন হলে আশানুরূপ কোন সাড়া না পাওয়ায় থানা ঘেরাও করা হয় বলে আ’লীগ নেতাদের দাবি। এ সময় থানা চত্বরে উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ তাজউদ্দিন আহম্মেদ ও পৌর সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম সরকার বক্তব্য দেন। বক্তারা হুশিয়ারী দিয়ে বলেন, উপজেলার প্রতিটি অপকর্মের সাথে থানা পুলিশের সখ্যতা আছে। মোটর সাইকেল চুরির নেটওয়ার্কের সাথে সখ্যতা রেখে থানা পুলিশ মাসোয়ারা আদায় করে আসছে। যার কারনে মোটর সাইকেল চুরি দিন দিন বেড়েই চলেছে। আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, ৪৮ ঘন্টার মধ্যে মোটরসাইকেল উদ্ধার না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে। পরে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার নাহিদ হাসানের সাথে এ ব্যপারে সাক্ষাত করেন।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …