ক্রাইমবার্তা রিপোট: দেবহাটায় দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দেবহাটার কর্মরত সাংবাদিকরা। দেবহাটা রিপোর্টাস ক্লাবের উদ্যোগে ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী উপজেলা চত্বরে উক্ত কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ সমাবেশে দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুর রব লিটুর সঞ্চলনায় বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, কুলিয়া অঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন- সম্পাদক সাংবাদিক আনারুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও নগরবার্তার জেলা প্রতিনিধি হাবিবুর রহমান সবুজ, রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি আবু সাঈদ, দেবহাটা প্রেসক্লাবের রিয়াজুল ইসলাম, দৈনিক আজকের সাতক্ষীরার দেবহাটা ব্যুরো কেএম রেজাউল করিম, দক্ষিণের মশালের এসএম নাসির উদ্দীন, দৈনিক কালের চিত্রের কুলিয়া প্রতিনিধি রমজান আলী মোড়ল প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিপোর্টাস ক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন ডাবলু, অর্থ সম্পাদক এমএ মামুন, দপ্তর সম্পাদক শরিফুজ্জামান, সমাজকল্যাণ সম্পাদক নাজমুল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, দৈনিক সাতনদীর তরিকুল ইসলাম লাভলু, গোপাল কুমার, আরাফাত হোসেন লিটনসহ দেবহাটায় কর্মরত সাংবাদিকবৃন্দরা। এসময় দেশে চলমান সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নির্যাতন বন্ধের দাবি জানানো হয়। একই সাথে দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধ, বিচারের দাবি ও নিরাপত্তার আইন প্রণয়নের দাবি জানান বক্তরা। এদিকে সিরাজগঞ্জের মেয়রের গুলিতে নিহত সাংবাদিকের আতœার শান্তিকামনা ও হত্যার সঠিক বিচার করতে সরকারের নিকট অনুরোধ জানান।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …