ক্রাইমবার্তা রিপোট: ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ^বিদ্যালয় রাষ্টনীতি ও লোক প্রশাসন বিভাগের বিভাগের ¯œাতকোত্তর ২০১৪-১৫ শিক্ষা বর্ষের আতিকুর রহমান আতিক (২৫) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার বিকাল ৫ দিকে কুষ্টিয়া কাস্টম মোড় এলকায় রোকেয়া ভিলা নামে এক মেসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
নিহত শিক্ষার্থীর পিতার নাম দেলওয়ার। তার বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার বেলদহ গ্রামে। বিভাগের তার পজিশন ছিল তৃতীয়। শারীরিক অসুস্থতার কারনে সে আত্মহত্যা করেছে বলে মৃতর পূর্বে সে একটি নোটে লিখে গেছে। কুষ্টিয়া সদর থানার পুলিশ তার লাশ উদ্ধার করেছে বলে জানা গেছে।
কুষ্টিয়া সদর থানার ওসি বলেন, মেসের বুয়া দুপুরের খাবার দিয়ে আসে তার রুমে। বিকালে তার রুমে থেকে প্লেট আনতে গেলে খাবার পড়ে আছে। লাশ ঝুলানে দেখে চিৎকতকার করে। জানা জানি হলে আমরা ঘটাস্থলে গিয়ে তার লাশ নামিয়ে নিয়েছি। কুষ্টিয়া সদর হাসপাতালে তার লাস মর্গে পাঠানো হবে।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …