সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব

ক্রাইমবার্তা রিপোট:আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ শোক প্রস্তাব গৃহীত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সচিব জানান, বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন মন্ত্রিসভার অনেক সদস্য।

গতকাল রোববার ভোররাত ৪টা ২৪ মিনিটে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান। এরপর তাঁকে ঢাকেশ্বরী মন্দির, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শ্রদ্ধা জানানো হয়। তাঁকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সকালে মরদেহ নেওয়া হয় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সুরঞ্জিত সেনগুপ্তকে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। শেষকৃত্য হবে সুনামগঞ্জে তাঁর জন্মস্থান দিরাইয়ে।

Check Also

আশাশুনিতে সেনাবাহিনীর হাতে অস্ত্র ও গুলিসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

আশাশুনি ব‍্যুরো: আশাশুনিতে সেনা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।