হাটহাজারীতে ৮ই ফেব্রুয়ারী পানি শাহ্’র ওরশ

ক্রাইমবার্তা রিপোট: মোঃ আলাউদ্দীন,হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই হাধুরখীলে খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী,হাজত রাওয়া,মুশকিল কোশা,ফানাফিল্লাহ,বাকাবিল্লাহ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আমিনুল হক পানি শাহ্ (র) এর ১৪৫তম পবিত্র খোশরোজ শরীফ আজ ৮ই ফেব্রুয়ারী বুধবার 21মহাসমারোহে গাউসিয়া আমিন মনজিলে অনুষ্ঠিত হচ্ছে । এতে জাতি,ধর্ম,বর্ণ,নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন ধলই আমিন ভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাবাজান কেবলার খেলাফতপ্রাপ্ত স্নেহধন্য ভ্রাতা হযরত শাহ্ সুফি সৈয়দ ফয়েজুল হক পানি শাহ্ (রহঃ) এর পক্ষে শাহাজাদা সৈয়দ মুহাম্মদ মাহবুবুল বশর শাহ্(মাঃজিঃআঃ) এর শাহাজাদা সৈয়দ মুহাম্মদ আবদে মোস্তফা তারেক।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।